তিথি বিশেষ নিষিদ্ধ আহার (কোন তিথিতে কি খেতে নেই)

Swarup Mondal


আমার কেউ নিরামিষাশী আবার কেউ আমিষ ভোজী। শাস্ত্র মতে, কিন্তু বিভিন্ন খাবারে কিছু বিধি নিষেধ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন তিথিতে কি খেতে নেই।

১. প্রতিপদে: প্রতিপদে কুসমান্ড🎃 খেতে নেই।

২. দ্বিতীয়া: দ্বিতীয়াতে কুশমান্ড 🎃 খেতে নেই।

৩. তৃতীয়: তৃতীয়াতে পটল  খেতে নেই।

৪. চতুর্থী: চতুর্থিতে মুলো 🥕 খেতে নেই।

৫. পঞ্চমী: পঞ্চামিতে বেল 🍐 খেতে নেই।

৬: ষষ্ঠী: ষষ্ঠীতে নিম 🌿 খেতে নেই।

৭: সপ্তমী: সপ্তমীতে তাল 🌴 খেতে নেই।

৮. অষ্টমী: অষ্টমীতে নারকেল 🥥 খেতে নেই।

৯: নবমী: নবমীতে লাও 🍐 খেতে নেই। 

১০: দশমী: দশমীতে কলমি শাক  🌿 খেতে নেই।

১১: একাদশী: একাদশীতে শিম 🫛 খেতে নেই।

১২: দ্বাদশী: দ্বাদশীতে পুঁই শাক 🍃 খেতে নেই।

১৩: ত্রয়োদশী: ত্রয়োদশীতে বেগুন 🍆 খেতে নেই।

১৪: চতুর্দশী: চতুর্দশীতে মাষকলাই 🫘 খেতে নেই।

১৫. অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, 🌕 অমাবস্যা 🌑 ও সংক্রান্তিতে স্ত্রী, 👸🏻 তৈল, ⚱️ মৎস্য, 🐟 🦐 মাংসাদি 🍖♨️🥩🥓সম্ভোগ নিষিদ্ধ। 

বর্তমান সময়ে, এই সব বিধি নিষেধ মেনে চলা খুব কঠিন। আমার কবে কোথায় এবং কি খাবো, তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের নেই। কিন্তু আমরা যদি চেষ্টা করি অন্তত পক্ষে কিছুটা তো পারা যেতেই পারে। আমাদের আরো মনে রাখা উচিত, এই সবই শাস্ত্র বিধান। এই সব মেনে চললে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, এই আশা করেই তো আমাদের গুরুজনেরা এই সব বিধান দিয়েছিলেন।


Our website uses cookies to enhance your experience. Learn More
Accept ! Reject !