টিকটিকি 🦎 পতনের ফলাফল - কোন অঙ্গে টিকটিকি 🦎 পড়লে কি ফল লাভ হয়।

Swarup Mondal

 

Tiktiki

টিকটিকি 🦎 একটি অতি পরিচিত ঘরোয়া সরীসৃপ। প্রায় প্রতিটি বাড়িতে এই নিরীহ প্রাণীটির দেখা পাওয়া যায়। এই উপকারী প্রাণীটি, আমাদের ঘরের ক্ষতিকারক ও অবাঞ্ছিত পোকা মাকড় খেয়ে আমাদের বাড়িকে সুরক্ষিত রাখে। 

শাস্ত্র মতে, টিকটিকি বিভিন্ন অঙ্গে পতনের বিভিন্ন ফলাফল পাওয়া যায়। নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল।

১. মাথায় টিকটিকি পড়লে: রাজ্য লাভ বা রাজতুল্য সুখলাভ হয়। 👑 

২. কানে টিকটিকি পড়লে: অলংকারাদি লাভ হয় থাকে। 💍 ⛓️

৩. বুকের পাঁজরে ও চোখে টিকটিকি পড়লে: বন্ধুর সাথে সাক্ষাৎকার ঘটে।

৪. নাকে টিকটিকি পড়লে: সুগন্ধি বস্তু লাভ হয়ে থাকে।

৫. মুখে টিকটিকি পড়লে: মিস্তিদ্রব্য 🫕🍫 ভোজন হয়।

৬. কন্ঠে টিকটিকি পড়লে: অর্থাগম 💰 💵 হয়।

৭: বাম ও ডান বাহুতে টিকটিকি পড়লে: মানসিক আনন্দ 😊 লাভ হয়।

৮. হাতে ✋ ও করতলে টিকটিকি পড়লে: অর্থলাভ 💵 হয়। 



৯: হৃদয়ে ❤️ 💜 টিকটিকি পড়লে: সোহাগ বৃদ্ধি পায় ও সোহাগ 💕 😘 লাভ হয়।

১০: পিঠে টিকটিকি পড়লে: ভূসম্পত্তি 🤑 লাভ হয়।

১১. কোমরে টিকটিকি পড়লে: নতুন বস্ত্রাদি 🎽 👕 লাভ হয়।

১২.গুহ্যদ্বারে টিকটিকি পড়লে: মৃত্যুভয় 💀 ☠️ তাড়া করে।

১৩: জানুদেশে টিকটিকি পড়লে: অর্থক্ষয়  হয়। 

১৪: উপর থেকে সামনের দিকে টিকটিকি পড়লে: যান বাহনাদি 🚗 🚛 লাভ হয়।

১৫: পায়ের উপর টিকটিকি পড়লে: দেশ ভ্রমণ 🧳 হয়।

১৬. পায়ের তলা থেকে উপরের দিকে টিকটিকি পড়লে: অমঙ্গল 😔 সূচনা হয়।

আপনার কোন অঙ্গে টিকটিকি পড়েছে? নিচের কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।


Our website uses cookies to enhance your experience. Learn More
Accept ! Reject !